
'বন্ধুদের সাথে মানুষের পাশে, সর্বদা আমরা সকলের তরে' স্লোগানে পথচলা স্বেচ্ছাসেবী সংগঠন '১ টাকার মানবিক পরিবার'- এর ১ম দায়িত্বশীল সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে শহরের এফএনএফ রেস্টুরেন্টে দিনব্যাপী অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মো. শাহীন আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাকিব হাসান,ভাইস চেয়ারম্যান নুর মোহম্মদ খান,সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মামুন,মো: পারভেজসহ আরো অনেক এতে উপস্থিত ছিলেন।
এতে সাম্প্রতিক বন্যায় মানুষের পাশে থেকে বিশেষ অবদান রাখায় তিন সদস্যকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। সম্মেলনের শুরুতে পরিচয় পর্বের মধ্য দিয়ে বক্তারা বলেন,মানবিক কাজে মানুষে পাশে আমরা নিজেদের আত্মনিয়োগ করে দায়িত্বশীল ভূমিকা রাখায় সংগঠনের লক্ষ।
প্রতিটি দুর্যোগে মানুষের পাশে থেকে সকলে অবদান রাখার পাশাপাশি সকল জাতি-ধর্মের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দরা।
একই সাথে সংগঠনের কর্মতৎপরতা, করণীয়, লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে নানা দিক তুলে ধরেন সংগঠনের কর্ণধারারা। এতে সংগঠনটির সদস্যদের নানা দিক নির্দেশনা তুলে ধরা হয় সম্মেলনে।
বিবার্তা/আল-মামুন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]