মারধর, ভাঙচুর, অগ্নিসংযোগের মামলায়
মাটিরাঙ্গার চার ইউপি চেয়ারম্যান কারাগারে
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫৫
মাটিরাঙ্গার চার ইউপি চেয়ারম্যান কারাগারে
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাগড়াছড়ির মাটিরাঙ্গার ইউনিয়ন পরিষদের চার চেয়ারম্যানকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত।


বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিনের আবেদন করলে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণ করেন।


জেল হাজতে প্রেরণকৃত ৪ চেয়ারম্যান হচ্ছেন, মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, তাইন্দং ইউপি চেয়ারম্যান পেয়ার আহাম্মদ মজুমদার, বেলছড়ি ইউপি চেয়ারম্যান রহমতুল্লাহ, গোমতী ইউপি চেয়ারম্যান তফাজ্জল হোসেন।


আসামিদের পক্ষের আইনজীবী এডভোকেট মো. শাহিন হোসেন বলেন, ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চান।


আদালত জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণ করেছেন। তাদের বিরুদ্ধে মারধর, ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/আল-মামুন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com