
ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের গজারিয়ায় প্রায় ৩শ রোগীকে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা প্রদান করা হয়েছে।
৪ সেপ্টেম্বর, বুধবার ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির অধীনে স্থানীয় ফুলকলি মডেল কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাইস্কুলের উদ্যোগে অনুষ্ঠিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা.মাসুদ রানা।
প্রধান অতিথি ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ফুলকলি মডেল স্কুলের প্রতিষ্ঠাতা এস এম ইউসুফ আলী।
আয়োজিত ক্যাম্পে রোগী দেখেন ডা. জয়দেব বসাক (মেডিকেল অফিসার,ব্র্যাক),ডা. সাইদুল আলম (মেডিকেল অফিসার, ব্র্যাক), ডা. আবুল হাসান (মেডিকেল অফিসার,ব্র্যাক)।
এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াত ইসলামীর স্থানীয় নেতা ফজলুর রহমান, অহিদুর রহমান, মমিনুল হক ও বিএনপি নেতা আনোয়ার হোসেন মানিক প্রমুখ।
স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন আনোয়ার হোসেন সওদাগর, শাখাওয়াতের রহমান, আনোয়ার হোসেন ভূইয়া, ওমর ফারুক,হাসিবুল হাসান ফয়সাল, আজিমুল ইসলাম, মুজাহিদুল ইসলাম প্রমুখ।
এসময় প্রায় ৫০ ধরণের ঔষধ বিতরণ ও প্রায় ৩শ রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়। বন্যা পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেনীর বিভিন্ন স্থানে এই কার্যক্রম চলমান থাকবে বলে নিশ্চিত করা হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বন্যার শুরু থেকে ডাক্তার মাসুদ রানাসহ তার পুরো টিম ফেনীর বিভিন্ন স্থানে পানিবন্দি মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন স্কুল ও আশ্রয়কেন্দ্রে প্রয়োজনীয় ঔষধসহ রোগীদের পাশে থেকে চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
তারই ধারাবাহিকতায় বন্যা পরবর্তী সময়ে যখন মানুষের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে বিশেষ করে চর্মরোগ ডায়রিয়াসহ অন্যান্য সমস্যা আছে সেগুলোর সমাধানের জন্য তার পুরো টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এর মধ্যে প্রায় ২৫টিরও বেশি স্থানে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৫ হাজারের অধিক মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন।
বিবার্তা/মনির/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]