
নাটোর গুরুদাসপুরে পৌরসদর চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে সহকারি গ্রন্থাগারিক পদ একটি পদ হলেও এতে চাকরি করছেন দুইজন। এতে, জটিলতা তৈরি হওয়ায় অস্তিত্ব সংকটে পড়েছেন ২০০৫ সাল নিয়োগ পাওয়া আলয়া খাতুন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২ টায় আলেয়া বেগম সংবাদ সম্মেলন করে ন্যায়বিচার দাবি করেছেন।
বিদ্যালয় সূত্র জানায়, ১৯৪১ সাল প্রতিষ্ঠিত চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুলে ২০০৫ সাল কলেজ শাখা চালু করা হয়। কলেজ শাখায় ওই বছরের ১৩ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিভিন্ন পদে ৩৬ জন শিক্ষক কর্মচারী নিয়োগ করা হয়।
এরমধ্য ১৯৯৫ সালর নিয়োগ বিধি অনুযায়ী সহকারি গ্রন্থাগারিক পদে আলয়া খাতুন নামের এক নারীকে নিয়োগ দেয় তৎকালীন পরিচালনা পর্ষদ। অথচ আলেয়া খাতুনের নিয়োগ বহাল রেখে ১৪ বছর পর একই পদে ২০১৯ সালের ২৫ অক্টোবর তাসলিমা খাতুন নামের আরেক নারীকে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। এরপর থেকে এক পদে দুই ব্যক্তিই হাজিরা খাতায় স্বাক্ষর করছেন।
ভুক্তভোগী আলেয়া খাতুন বলেন, দীর্ঘ দিন ধরে তিনি বিনা বেতনে সহকারি গ্রন্থাগারিক পদ দায়িত্ব পালন করছেন। অথচ সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন ও সাবেক অধ্যক্ষ জয়নাল আবদীন একই পদে অন্য একজনকে অবৈধভাবে নিয়োগ দেওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি অবৈধ নিয়োগটি বাতিলের দাবি জানান।
তবে তাসলিমা খাতুনের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার বলেন, সরকারি নিয়োগ বিধি মোতাবেক স্কুল অ্যান্ড কলেজ সহকারি গ্রন্থাগারিক পদ রয়েছে ১টি। ওই পদ দুইজনকে নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নাই। এমন ঘটনা ঘটলে তা দুঃখজনক। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জালাল উদ্দিন শুক্তি বলেন, আলেয়া বেগম ২০০৫ সালে নিয়োগের পর থেকে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। একই পদে ২০১৯ সাল নিয়োগ পাওয়া তাসলিমা খাতুও হাজিরা খাতায় স্বাক্ষর করছেন। বিষয়টি নিয়ে তারা বিব্রত।
তৎকালীন অধ্যক্ষ জয়নাল আবেদীন বলেন, সহকারি গ্রন্থাগারিকের পদ ফাঁকা থাকায় সেখান তাসলিমা না্মের এক নার্কে নিয়োগ দিয়েছিলেন তিনি। একই পদে আগে দেওয়া নিয়াগের কথা তিনি জানতেন না।
পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন বলেন, তার নিয়োগপত্রে ত্রুটি থাকায় অন্য একজনকে নিয়োগ দেওয়া হয়েছে।
নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে পরিচালনা পর্ষদের সভাপতি উপজলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার বলেন, একই পদে দুই ব্যক্তির চাকুরি করার সুযোগ নেই। নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেয়া হবে।
বিবার্তা/জনি/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]