
নাটোরের সিংড়ায় হার পাওয়ার প্রকল্প প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন ৩য় পর্যায়ের নারী ই-কমার্স প্রফেশনাল ক্যাটাগরিতে প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
৩ সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর সিংড়ার আয়োজনে অনুষ্ঠানটি প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা।
জানা গেছে, ওই অধিদপ্তরের মাধ্যমে ২০ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণের ওপর ৬ মাসের একটি কোর্স সম্পন্ন করবেন। পরে তাদের প্রত্যেককে একটি করে ল্যাপটপ সরকারের পক্ষ থেকে উপহার দেওয়া হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আইসিটি অফিসার মোঃ মাজদার আলী, প্রশিক্ষক আল মুহিত প্রমুখ।
বিবার্তা/রাজু /এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]