
রাজশাহী পদ্মা নদীতে যাত্রীবাহী একটি নৌকা ডুবে তিন যাত্রী নিখোঁজ হয়েছে। ১ সেপ্টেম্বর, রবিবার রাত ৮ টার দিকে পবা উপজেলার চর মাঝারদিয়ার এলাকায় এই দুর্ঘটনা ঘটে ঘটনা।
নিখোঁজ হওয়া যাত্রীদের বিরুদ্ধে একজনের নাম মোহাম্মদ আলী। তিনি চর মাঝারদিয়ার এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
নৌকাডুবির ঘটনা নিশ্চিত করে চর মাঝারদিয়ার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শামীম হোসেন জানান, পবার মধ্যচর থেকে ২০-২৫ জন যাত্রীবাহী একটি নৌকা চর মাঝারদিয়ার এলাকার দিকে যাচ্ছিল। এ সময় মাঝ নদীতে ঝড়-বৃষ্টির কবলে পড়ে নৌকাটি ডুবে গেলে তিন যাত্রী ব্যতীত বাকিরা সবাই সাতরে তীরে উঠে। কিন্তু তিন যাত্রী এখনো নিখোঁজ রয়েছে।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার মো. আবু সামা বলেন, 'নৌকাডুবির ঘটনা সম্পর্কে আমাদের কাছে এখনো কোনো তথ্য আসেনি। এ ঘটনায় কেউ নিখোঁজ থাকলে আগামীকাল (২ সেপ্টেম্বর) সকালে আমাদের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাবে।'
রাজশাহীর জেলা প্রশাসক মো. শামীম আহমেদ বলেন, 'নৌকাডুবির ঘটনাটি এখনো আমি জানি না। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে। দ্রুত খোঁজখবর নিয়ে যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালানো হবে।
বিবার্তা/মোস্তাফিজুর/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]