রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৯
রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

'বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ' এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৫ দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৪ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


১ সেপ্টেম্বর, রবিবার নগর ভবনের গ্রিন প্লাজায় সামাজিক বন বিভাগ, রাজশাহী আয়োজিত এ মেলায় প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি।


রাজশাহী জেলা প্রশাসক মো. শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সামাজিক বন অঞ্চল বগুড়ার বন সংরক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিসি মীর শাফিন মাহমুদ, র‌্যাব-৫ সহকারী পরিচালক ফাহাদুজ্জামান আকন্দ, রাসিকের সচিব মো. মোবারক হোসেন।


স্বাগত বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ। আরও বক্তব্য দেন রাজশাহী নার্সারি মালিক সমিতির সভাপতি সাহেদুজ্জামান সরকার সঞ্জু।


প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার বলেন, পরিবেশ রক্ষা, জীবন রক্ষায় বৃক্ষ অপরিসীম। প্রতিটি ধর্মে এর উপকারিতার বিষয়ে উল্লেখ রয়েছে। অকারণে বৃক্ষ নিধন না করে। বেশি বেশি গাছ লাগাতে সকলকে অনুরোধ জানান তিনি।


সুষ্ঠু পরিকল্পনার মধ্যে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখতে হবে। নগরীতে নার্সারির বাজার সম্প্রসারণে পৃথক একটি মার্কেট স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি।


এর আগে সকালে এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর বিন্দুর মোড় হতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরভবনে এসে শেষ হয়।


জেলা প্রশাসন রাজশাহীর সহযোগিতায় নগরভবনের গ্রিন প্লাজায় আয়োজিত এ মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৬৬টি স্টল রয়েছে। অনুষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রমে উপকারভোগীদের চেক প্রদান করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে শহীদ নজমুল হক বালিকা বিদ্যালয়, অগ্রণী স্কুল এন্ড কলেজ, নওদাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী উপশহর স্যাটেলাইট টাউন হাইস্কুল, নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন।


অনুষ্ঠানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/মোস্তাফিজুর/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com