রাজশাহীতে ৬৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ২০:৩৩
রাজশাহীতে ৬৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর চারঘাট উপজেলার মৌগাছি এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছেন র‌্যাব-৫।


শুক্রবার (৩০ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার ও মাদককারবারিকে গ্রেফতার করে।


শনিবার (৩১ আগস্ট) দুপুরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


গ্রেফতারকৃত আসামির নাম রবিউল ইসলাম টুটুল (৪০)। তিনি চারঘাট মৌগাছি গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।


র‌্যাব জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, চারঘাট থানার মৌগাছি গ্রামের মাদককারবারি টুটুল তার বাড়িতে ইয়াবা নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব শুক্রবার রাত ১০ টার দিকে টুটুলের বাড়িতে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে টুটুল পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। এর পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৬৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


র‌্যাব আরও জানান, টুটুল একজন কুখ্যাত মাদককারবারি। তাকে চারঘাট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।


বিবার্তা/মোস্তাফিজুর/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com