
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কার্যালয়ে হামলার প্রতিবাদে পাবনায় গণমাধ্যমকর্মীদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে হামলায় অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে পাবনা প্রেস ক্লাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের পাবনা জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান। এতে স্বাগত বক্তব্য দেন নিউজ টুয়েন্টিফোরের পাবনা জেলা প্রতিনিধি আহমেদ উল হক রানা।
অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের পাবনা জেলা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, বাংলাদেশ টুডে পাবনা প্রতিনিধি আব্দুল হামিদ, কালের কণ্ঠের পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহা, বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের পাবনা জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল, এটিএন নিউজের পাবনা প্রতিনিধি রিজভি জয়, আরটিভির পাবনা জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, বাসসের পাবনা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট ও পাভেল মৃধা, চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিবেদক শাহীন রহমান, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, দিনকালের প্রতিবেদক খালেদ হোসেন পরাগ, এশিয়ান টিভির প্রতিবেদক শফিক আল কামাল, কালের কণ্ঠের পাবিপ্রবি প্রতিনিধি আব্দুল আল মামুন, আমাদের সময়ের পাবনা প্রতিনিধি সুশান্ত কুমার সরকার, বাংলা ৭১-এর পাবনা প্রতিনিধি নবী নেওয়াজ, দৈনিক জনবাণীর পাবনা প্রতিনিধি পলাশ হোসেন , কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার রাজিব জোয়ার্দারসহ বসুন্ধরা শুভসংঘের পাবনা জেলা কমিটির সদস্যরা। বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া কার্যালয়ে অবস্থিত সাতটি গণমাধ্যমের ওপর হামলার নিন্দা জানান।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]