
ভারী বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলে সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নিম্নাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত কসবা উত্তর, দক্ষিণ, বায়েক, নয়নপুর, শালদা নদী, খাদলা, মাদলা, গৌরাঙ্গুলা, পুটিয়া সহ আশপাশের যে সকল এলাকাগুলো পানিবন্দি রয়েছে তাদের মাঝে ৫ শতাধিক পরিবারের ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি।
শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর- বিজয় নগর ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জি. খালেদ হোসেন মাহবুব শ্যামল-এর নিদের্শনায় একটি প্রতিনিধি দল।
এসময় উপস্থিত ছিলেন ফয়েজ আহমেদ, জিয়া, নুর হোসেন, সজীব, কিশোর, জাকির সহ আরো অনেকেই।
এ সময় এসময় জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আমরা দেশের যেকোন দুর্যোগে অসহায় মানুষদের জন্য কাজ করার জন্য প্রস্তুত আছি। এ সময় খাদ্য সামগ্রীর মধ্যে চাল ,ডাল, চিড়া, কলা, গুড় ও শুকনো খাবার দেয়া হয়।
বিবার্তা/আকঞ্জি/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]