
নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার বন্যা কবলিতরা বাড়িঘরে পানি উঠে যাওয়ায় স্থানীয় আশ্রয়কেন্দ্র সরকারি কলেজ ছাত্রীনিবাসে আশ্রয় নিয়েছে।
আশ্রিত গর্ভবতী বিবি হাজেরার রাত দুইটা ত্রিশ মিনিটের সময় আশ্রয় কেন্দ্রে তিনশত এগারো নং কক্ষে ডেলিভারি ব্যথা ওঠে।
কেন্দ্রে দায়িত্বে থাকা প্রভাষক ও আর. এস. এল. জনাব মহিম চন্দ্র দাস, জনাব মোহাম্মদ নূরুল হক মিলন, জনাব ওয়াকিন আক্তার ও রেডক্রিসেন্ট সদস্যদের সহযোগিতায় ভ্যানে করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. শ্যামল কুমার দেবনাথ, ডিউটি ডাক্তার ও নার্সদের আন্তরিক সহযোগিতায় রাত তিনটা দশ মিনিটে ছেলে নবজাতকের জন্ম হয়। মা ছেলে উভয় সুস্থ আছে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল হোসেন নিয়মিত খোঁজ খবর রাখছেন।
তিনি জানান, রাত আটটার দিকে আরেক গর্ভবতীকে কবিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। বর্তমানে আশ্রয় কেন্দ্রে মোট সাত জন গর্ভবতী নারী রয়েছেন এবং বিশেষ খেয়াল রাখছেন।
বিবার্তা/সাইফ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]