
পাবনার বেড়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন।
২৩ আগস্ট, শুক্রবার দুপুরে শীতলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মালু শেখ (৪৪) শীতলপুর গ্রামের ভুলাই সেখের ছেলে। জমিজমা নিয়ে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মালু শেখ ও তার ভাই জালাল শেখ জালুর সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে শুক্রবার দুপুরে ভাতিজা আরিফ ও তার চাচা মালু শেখের মধ্যে ঝগড়া হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আরিফ উত্তেজিত হয়ে তার চাচা মালুর বুকে ছুরিকাঘাত করেন। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]