
কক্সবাজারের উখিয়ায় ১ লাখ ইয়াবা, ২টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় তৈরি পাইপগান, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং ১৫ রাউন্ড পাইপগানের গুলি উদ্ধার করা হয়েছে।
২১ আগস্ট, বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার বর্ডার গার্ড বাংলাদেশ-৩৪ (বিজিবি) এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী।
তিনি বলেন, মঙ্গলবার উখিয়া পালংখালী বিওপির বিজিবির একটি টহলদল পূর্ব ফারির বিল নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়। পরে রাত সাড়ে ১১টার দিকে কতিপয় মাদক চোরাকারবারি সীমান্ত থেকে হেঁটে বাংলাদেশের অভ্যন্তরে আসার সময় বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা সঙ্গে থাকা ব্যাগ ফেলে জঙ্গলের ভেতর দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১ লাখ ইয়াবা, ২টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় তৈরি পাইপগান, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং ১৫ রাউন্ড পাইপগানের গুলি জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]