রাজশাহীর বাঘায় শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ২৩:১৮
রাজশাহীর বাঘায় শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর বাঘায় প্রাথমিক বিদ্যালয়ের প্রীযুষ কুমার নামে এক শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। তিনি বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।


১৯ আগস্ট, সোমবার শিক্ষকের বিচার দাবি করে মিছিল করেছে শিক্ষার্থীরা।


খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, ওসি ও সেনা বাহিনীর সদস্যরা গিয়ে অভিযুক্ত শিক্ষকের বিচার আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে শিক্ষার্থী অভিভাবক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


জানা গেছে, রবিবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় উপজেলা সদরে বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রীযুষ কুমার চতুর্থ শ্রেণির বাংলাদেশ পরিবেশ ও বিশ্ব পরিচিত ক্লাস শেষে বিদ্যালয় ছুটি হয়ে যায়। সকল শিক্ষার্থীরা বাড়ি যাওয়ার জন্য ক্লাসরুম থেকে বের হয়। এ সময় সহকারী শিক্ষক প্রীযুষ কুমার এক শিক্ষার্থীকে ডেকে ক্লাস রুমের মধ্যে নিয়ে গিয়ে তার শ্লীলতাহানি করে। ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে তার পরিবারকে বিষয়টি জানান।


পরে পরিবারের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজারুল ইসলামকে অভিযোগটি জানানো হয়। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন। সোমবার সকাল ১০টার দিকে অভিযুক্ত সহকারী শিক্ষক প্রীযুষ কুমার বিদ্যালয়ে আসলে সকল শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিদ্যালয়ের ওই শিক্ষকে ধাওয়া করে এবং বিক্ষোভ মিছিল নিয়ে তার বাড়িতে গিয়ে ঘেরাও করে রাখে। স্থানীয়দের নিষেধে শিক্ষার্থীরা ফিরে আসে। ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগে এ ধরনের অভিযোগ উঠলেও ধামাচাপা দেয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজারুল ইসলাম বলেন, আমাকে পরিবারের পক্ষ থেকে ঘটনাটি জানানোর সাথে সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করি। এরপরও উঠতি বয়সের কিছু যুবক আমাকেও লাঞ্ছিত করেছে। ঘটনার দিন আমি ছুটি নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলাম। আমি বিদ্যালয়ে ছিলাম না।


বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, এ বিষয়ে শিক্ষার্থীর এক অভিভাবক বাদি হয়ে সোমবার একটি অভিযোগ দায়ের করেছেন। শিক্ষককে গ্রেফতারে অভিযান চলছে।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে বিষয়টি অবগত করেন। পাশাপাশি শিক্ষার্থীর অভিভাবক আমাকে জানিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হচ্ছে।


আত্মগোপনে থাকায় অভিযুক্ত শিক্ষকের বক্তব্য পাওয়া যায়নি।


বিবার্তা/মোস্তাফিজুর/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com