যারা শাহ্ মখদুম মেডিকেল কলেজ হাসপাতালের ক্ষতি করেছে তাদের বিচার দাবি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ২৩:২৭
যারা শাহ্ মখদুম মেডিকেল কলেজ হাসপাতালের ক্ষতি করেছে তাদের বিচার দাবি
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘ ১৫ বছর ধরে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য যারা শাহ্ মখদুম মেডিকেল কলেজ হাসপাতালটিকে ক্ষতিগ্রস্ত করেছে তাদের উপযুক্ত বিচার দাবি করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: মনিরুজ্জামান।


তিনি স্বাস্থ্য উপদেষ্টাকে কলেজটিকে সরেজমিন পরিদর্শন করার জন্য অনুরোধও জানিয়েছেন।


১৭ আগস্ট, শনিবার দুপুরে শাহ্ মখদুম মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।


মো: মনিরুজ্জামান বলেন, আমাদের মূল দাবি- সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের আলোকে ২০২১ ও ২০২২ শিক্ষা বর্ষের ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন প্রাপ্তি, চলতি সেশনসহ পরবর্তী সেশনে ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ, দোষী ব্যক্তিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ও ক্ষতিপূরণ আদায়।


তিনি বলেন, কলেজ প্রতিষ্ঠার আইন অনুসারে সব শর্ত প্রায় পূরণ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের শাসনামলে অর্থলোভী, সুবিধাভোগী, কুচক্রী কর্মকর্তাদের অনৈতিক আকাঙ্ক্ষার কাছে আমরা মাথা নত না করাই প্রতিষ্ঠানটিকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।


তিনি আরো বলেন, এই কলেজের ব্যবস্থাপনা পরিষদকে জামায়াত-বিএনপির পৃষ্ঠপোষক ট্যাগ দিয়ে সম্ভাবনাময় এই প্রতিষ্ঠানটির আনুমানিক দুইশ’ কোটি টাকা ক্ষতি করা হয়েছে। প্রায় ৫০০ মানুষের কর্মসংস্থান নষ্ট করে দেশের অপূরণীয় ক্ষতি করা হয়েছে।


বিবার্তা/মোস্তাফিজুর/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com