
নোয়াখালীর কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী আল আমিনকে ৪৮ ঘণ্টার মধ্যে অন্যত্র সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ‘অনৈতিক কর্মকাণ্ডের হোতা’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন তারা।
আল আমিন ১০ বছর ধরে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন। তিনি ইপিআইয়ের এমটি হিসেবে চলতি দায়িত্বও পালন করছেন।
নোয়াখালী সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার সন্ধ্যায় অভিযোগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নিজ এলাকায় চাকরির সুবাধে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাকায় জমি দখল, দোকানপাট দখল, বাজার ডাকের তদারকিসহ সহকর্মীদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ রয়েছে আল আমিনের বিরুদ্ধে।
এসব বিষয়ে জানতে আল আমিনকে ফোন দিলে অনিয়মের অভিযোগ অস্বীকার করেন তিনি।
সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার খবরের কাগজকে বলেন, ‘ছাত্রদের অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য সহকারী আল আমিনকে শোকজ করে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া আগামী রবিবার (১৮ আগস্ট) সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি দল তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
বিবার্তা/সাইফ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]