ব্রাহ্মণবাড়িয়ায় ট্র্যাফিক অফিস থেকে লুট হওয়া মোটরসাইকেল উদ্ধার
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ২০:০৮
ব্রাহ্মণবাড়িয়ায় ট্র্যাফিক অফিস থেকে লুট হওয়া মোটরসাইকেল উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় ট্র্যাফিক অফিস থেকে লুট হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে সেনাবাহিনী।


১৩ আগস্ট, মঙ্গলবার দুপুরে উদ্ধার করা ট্র্যাফিক সার্জেন্টের সেই মোটরসাইকেলটি হস্তান্তর করা হয়।


খোঁজ নিয়ে জানা যায়, গত ৫ আগস্ট একদল দুর্বৃত্ত সদর মডেল থানাসহ ট্র্যাফিক ব্যারেক অফিসে হামলা চালায়। এসময় হামলায় আগুনে জ্বালিয়ে দেওয়া হয় ওসির বাসভবন, পুলিশ সদস্যদের মেস ও শহর ট্র্যাফিক অফিস। এতে পুড়ে ছারখার হয়ে যায় সব কিছু। এসময় সদর থানায় থানার সামনে থাকা তিনটি পিকআপ ভ্যান ও একটি ট্রাকে আগুন দেয়। লুটপাট চালানো হয় থানায় ও ট্র্যাফিক অফিসে। এসময় নিয়ে যাওয়া হয় মোটরসাইকেলসহ সরকারি মালামাল।


এর মধ্যে ট্র্যাফিক সার্জেন্টের সরকারি মোটরসাইকেল ছিল। সেই মোটরসাইকেল ব্রাহ্মণবাড়িয়া শহরের সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের সেনা সদস্যরা উদ্ধার করে। এসময় একজনকে আটক করা হয়।


ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে থাকা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ ৩৩ বীরের ওয়ারেন্ট অফিসার দিদারুল আলম দিদার বলেন, ট্র্যাফিক অফিস থেকে লুণ্ঠন করে নিয়ে যাওয়া সুজুকি জিক্সার মডেলের একটি সরকারি মোটরসাইকেল উদ্ধার করেছি। সেটি ব্রাহ্মণবাড়িয়া ট্র্যাফিক অফিসে হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/নিয়ামুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com