
টাঙ্গাইলে ৯০ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।
১০ আগস্ট, শনিবার দিবাগত রাত ৩টায় শহরের বেবীষ্ঠ্যান্ড কান্দাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,পৌরসভার কাগমারা এলাকার মজনু মিয়ার ছেলে সুমন মিয়া(২৫), টাঙ্গাইল সদর উপজেলার রক্ষিত বেলতা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. আলহাজ মিয়া(৩২)।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. লোকমান হোসেন জানান, ৯০ লিটার চোলাই মদসহ সেনাবাহিনী ও শিক্ষার্থী ধরে থানায় নিয়ে আসে। পরে টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান-বিন-মোহাম্মদ আলির উপস্থিতিতে মিডিয়ার সামনে উপস্থিত করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হচ্ছে।
বিবার্তা/ইমরুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]