
অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
৯ আগস্ট, শুক্রবার দুপুরে জেলা আওয়ামী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
মিছিলটি কোর্ট মসজিদ, কোর্ট এলাকাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গী গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের অন্তত ৫ হাজার কর্মীসমর্থক অংশ নেয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিকদার নজরুল ইসলাম বক্তব্য রাখেন। এসময় পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক আলীমুজ্জামান বিটুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জাতীয় নির্বাচনে মাধ্যমে পুনরায় প্রধানমন্ত্রী করার আহবান জানান।
বিবার্তা/শান্ত/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]