
চলমান আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন।
৮ আগস্ট, বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সেনাবাহিনীর নরসিংদীর কমান্ডিং অফিসার লে. কর্নেল ফাহিম মাহবুব, জেলা আনসার এডজুটেন্ট জাহিদুল ইসলাম, সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আবদুল বাছেদ ভুইয়া, জামায়াতের জেলা আমীর মোছলেহ উদ্দীন, সাধারন সম্পাদক আমজাদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ নানা শ্রেণি পেশার মানুষ।
চলমান সার্বিক পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম।
এসময় বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নরসিংদীর চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি উত্তরণে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার একমত পোষণ করেন।
বিবার্তা/কামরুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]