ছাত্র-জনতার অর্জনকে সুসংহত করার লক্ষ্যে টাঙ্গাইলে মানববন্ধন
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ১৬:৫৫
ছাত্র-জনতার অর্জনকে সুসংহত করার লক্ষ্যে টাঙ্গাইলে মানববন্ধন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে ছাত্র জনতার গণতন্ত্র মুক্তির অভ্যুখানের এ অর্জনকে সুসংহত করার লক্ষ্যে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।


৮ আগস্ট, বৃহস্পতিবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।


মানববন্ধনে সুজনের পক্ষ থেকে সহিংসতা ও নাশকতা প্রতিরোধ করা, সম্প্রতি সম্প্রতি বজায় রাখা এবং গণতান্ত্রিক, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।


মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিকের সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ, সহ-সভাপতি অধ্যাপক বাদল মামুন, সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ, আরপিডিওর নির্বাহী পরিচালক রওশন আরা লিলি, অ্যাডভোকেট খন্দকার রোকনুজ্জামান, সাংস্কৃতিক ঐক্য জোটের সভাপতি জাকির হোসেন।


এসময় মানববন্ধনটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট সোলায়মান হায়দার টুটুল।


বিবার্তা/ইমরুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com