যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও বাসভবনে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। তবে পরিবার নিয়ে অক্ষত অবস্থায় বের হতে সক্ষম হয়েছেন ইউএনও তুহিন হোসেন।
রবিবার (৪ আগস্ট) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।
ইউএনও তুহিন হোসেন জানান, সন্ধ্যার দিকে বিক্ষোভকারীরা প্রথমে তার অফিসে হামলা চালায়। এ সময় তারা অফিসে ভাঙচুর এবং লুটপাট করেন। পরে হামলাকারীরা অফিস কম্পাউন্ডে তার বাসভবনে হামলা করেন।
এ সময় তিনি পরিবারের সদস্যদের নিয়ে অক্ষত অবস্থায় বেরিয়ে যেতে সক্ষম হন। পরে খোঁজ নিয়ে জেনেছেন হামলাকারীরা তার বাসভবনেও ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন।
তবে কী কী লুটপাট হয়েছে তা জানাতে পারেননি ইউএনও।
এর আগে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের অফিসে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। এ ছাড়া প্রেসক্লাবে ভাঙচুর, চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ, পৌরসভার ১৩টি মোটরসাইকেল ও ৬টি বর্জ্য পরিবহনের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]