চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভকারীদের আন্দোলন কর্মসূচি পালনের সময় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা-ভাংচুর ও ১২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। এছাড়া সমাবেশ চলাকালে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের কাচ ও প্রধান ফটক এবং পুলিশ বক্স।
রবিবার (৪ আগস্ট) বিকেল এসব ঘটনা ঘটে।
এদিকে, বিকেলে সোনামসজিদ মহাসড়কের শিবতলা মোড়ে পর পর ৪টি ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। তবে কেবা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা জানাতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদিন বিক্ষোভকারীরা আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে জানালার কাচ, চেয়ার, বিদ্যুতের মিটার ভাঙচুর শেষে পরে দলীয় অফিসের পাশে থাকা ১২টি মোটরসাইকেলে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই পুড়ে যায় ওই মোটরসাইকেলগুলো। এছাড়াও আওয়ামী লীগ অফিসের কাছে সংসদ সদস্য আব্দুল ওদুদের রাজনৈতিক কার্যালয়েও হামলা ও ভাঙচুর চালায় আন্দোলনকারীরা।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]