
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নরসিংদী জেলা কারাগার, জেলা পরিষদ, পাঁচদোনা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ সরকারি-বেসরকারি ৯টি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এসব ঘটনায় নরসিংদী সদর থানা ও মাধবদী থানায় দায়ের হওয়া নাশকতার মামলায় গ্রেফতার ৬ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত।
শুক্রবার (২ আগস্ট) নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজীর আদালতে শুনানি শেষে শিক্ষার্থীদের জামিন মঞ্জুর করা হয়।
জামিনপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মিনহাজুল ইসলাম আব্দুল্লাহ, লিমন মিয়া, মির্জা সাদিকুর রহমান, সামিউল্লাহ সাকিব, রাতুল ভুইয়া ও আশরাফুল ইসলাম।
নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. কাজী নাজমুল ইসলাম বলেন, সরকার চায় না শিক্ষার্থীদের শিক্ষা জীবন অকালেই ঝরে পড়ুক। তাইতো সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী যদি কেউ গ্রেফতার হয়ে থাকে ওই সব পরীক্ষার্থীদের জামিনে মুক্তির বিষয়ে সরকার আইনি সহায়তা প্রদান করবে।
বিবার্তা/কামাল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]