রাজবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে কোটাবিরোধীদের গণমিছিল
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ২১:০৫
রাজবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে কোটাবিরোধীদের গণমিছিল
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কোটাবিরোধী আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে নিরাপত্তা দিতে প্রায় ৩ শতাধিক পুলিশ কাজ করে।


শুক্রবার (২ আগস্ট) দুপুর সাড়ে ৩ টার দিকে বড়পুল মোড় থেকে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি পান্না চত্ত্বর হয়ে পুলিশ সুপারের বাসভবনের সামনে থেকে ঘুরে পান্না চত্ত্বর এসে শেষ হয়।


এর আগে বেলা ১২ টা থেকে রাজবাড়ী জেলা ৩ শতাধিক পুলিশ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয়।


বড়পুল মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হলে অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম (প্রশাসন ও অর্থ) সমন্বয়কদের সাথে কথা বলেন। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী বিক্ষোভ মিছিল করার অনুমতি দেন তিনি।


অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার (ক্রাইম এন্ড অপস) বলেন, সাধারণত শিক্ষার্থীরা বিভিন্ন প্লেকার্ড নিয়ে কোটা আন্দোলনে যারা মারা গেছে তাদের হত্যাকারীদের বিচার চাচ্ছে। তবে সাধারণ শিক্ষার্থীদের মিছিলে কোন রাজনৈতিক দলের কর্মী থাকার সুযোগ নেই। তথ্য উপাত্ত বিশ্লেষণ করে যদি জানতে পারি অন্য কেউ ছিল তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/মিঠুন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com