
নওগাঁর মান্দায় উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞার বিরুদ্ধে মানববন্ধন করেছেন আরইআরএমপি-২,৩ ও এলসিএস প্রকল্পের মহিলা শ্রমিকেরা।
২৮ জুলাই, রবিবার দুপুরে উপজেলা পরিষদের গেটের সামনে প্রকৌশলী অপসারণ চেয়ে ঘণ্টাব্যাপী মহিলা শ্রমিকেরা মানববন্ধন করেন। এরপর মিছিল নিয়ে উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সামনে তারা অবস্থান নেন।
নারী শ্রমিক আলতাফুননেছা আলতার নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী মহিলা ও তাদের আত্মীয় স্বজনরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে ভুক্তভোগী মহিলারা অভিযোগ করে বলেন, প্রকৌশলী শাইদুর রহমান মিঞার ছত্রছায়ায় সিও আবুল কাসেমের মাধ্যমে চাকরি দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। চাকরির নামে দেওয়া টাকা ফেরত চাইলেও ফেরত না দিয়ে টালবাহনা শুরু করেন। প্রত্যেক মহিলাকে চাকরি দেওয়ার নামে ৫০-৮০ হাজার টাকা করে আদায় করে নিয়েছেন।
সিও আবুল কাসেম আরইআরএমপি- ২,৩ ও এলসিএস মহিলাদের বেতন উত্তোলনের সময় মাস্টার রোলে নিজে স্বাক্ষর করে বেতন উত্তোলন করেন। এরপর সিও কাসেম বেতন উত্তোলনের পর ইচ্ছামতো ওই সব মহিলাদের বেতন কেটে নিজ পকেটে পকেটস্থ করেন। কিছু বললে চাকরি থাকবেনা বলে হুমকি দেন। ভয়ে সব কিছু চুপচাপ থেকে সহ্য করে নেন ভুক্তভোগী অসহায় মহিলারা। প্রকৌশলীর সহযোগিতায় সিও কাসেম বেপরোয়া হয়ে উঠেছেন।
মানববন্ধনে ভুক্তভোগী মহিলারা আরো জানান, প্রকৌশলীর ক্ষমতায় সিও কাসেম ১২ মাসের বেতনের পরিবর্তে ১০ মাসের বেতন দিতেন। এই বেতনের মধ্যে আবার তিনি বেতন কেটে করতেন। বেতন উত্তোলনের পর সিও বাড়ি বাড়ি গিয়ে বেতন পৌঁছে দিতেন। যাদের বেতন ৫ হাজার তাদেরকে দিতেন ৪ হাজার টাকা। আবার যাদের বেতন ৬ হাজার তাদেরকে দিতেন ৫ হাজার টাকা। কিছু বললেই চাকরি থাকবেনা বলে ভয়ভীতি দেখান তিনি।
মানববন্ধনে ভুক্তভোগী নারীরা অচিরেই দুর্নীতিবাজ কর্মকর্তা শাইদুর রহমান মিঞার অপসারণ ও তার শাস্তির জন্য জোর দাবি
জানিয়েছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষানবিস আইনজীবী সোনিয়া সিমু, এলসিএস প্রকল্পের আরতাফুননেছা, শরিফুন বেওয়া, জায়েদা বেগম, ছবিজান বেগম, সাজেদা বেগম, কাজল রেখা, আরইআরএমপি-৩ প্রকল্পের পেয়ারা বেগম ও আঙ্গুর বেগম।
এবিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শাইদুর রহমান মিঞা অভিযোগটি অস্বীকার করে বলেন, অভিযোগ যে কেউ করতে পারে। এবিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বোঝা যাবে আসল ঘটনা।
বিবার্তা/আপেল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]