রাঙ্গামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ১৭:৪৪
রাঙ্গামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে রাঙ্গামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।


২৫ জুলাই, বৃহস্পতিবার রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৃক্ষমেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।


রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙ্গামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী প্রমুখ।


অনুষ্ঠানে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, বাড়ির আশে-পাশে বিভিন্ন রকম গাছ দিয়ে সাজাবো। আমাদের দেশীয় গাছ যেন হারিয়ে না যায়। সেই গাছের পরিচর্যা করা প্রয়োজন। আজকে যেসব গাছের চারা বিতরণ করা হয়েছে সেগুলোর ঠিকমতো পরিচর্যা করতে হবে। রাঙ্গামাটি জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে অনুষ্ঠানে এসময় গাছের চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি এসময় গাছের চারা রোপণ করেন।


এসময় বৃক্ষমেলা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‍্যালি হয়। বৃক্ষ মেলার স্টলগুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দ।


বিবার্তা/শফিকুর/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com