
ঢাকার সাভারে পৃথক ঘটনায় দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, ধামরাইয়ে নিখোঁজের এক দিন পর নাম হায়দার আলী (১২) নামে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুলাই) সকালে উপজেলার সুয়াপুর ইউনিয়নের গাজীখালী নদীর শিয়ালকুল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত হায়দার সুয়াপুর ইউনিয়নের শিয়ালকুল গ্রামের দ্বীন ইসলামের ছেলে। সে ওই এলাকার একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ জানায়, গতকাল সকালে শিশুটি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে সকালে গাজীখালী নদীতে তার লাশ দেখে স্থানীয়রা ধামরাই ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
এলাকাবাসী জানায়, শিশুটিকে দুর্বৃত্তরা হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছে।
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মন্ডল বলেন, কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে তদন্ত করা হচ্ছে।
অপরদিকে সাভারের আশুলিয়ায় নিখোঁজের একদিন পর একটি বিল থেকে তজিম উদ্দিন (১৩) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আজ (১৭ জুলাই) সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া মাইঠারটেক বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত তজিম উদ্দিন আশুলিয়ার কোনাপাড়া রূপনগর (কুষ্টিয়া টেক) এলাকার মনির হোসেনের ছেলে এবং একই এলাকার আয়েশা প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। কীভাবে তার মৃত্যু হয়েছে তদন্ত করছে পুলিশ।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]