
নড়াইলের লোহাগড়া উপজেলায় বিষপান করে চয়ন মাঝি (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন।
১৪ জুলাই, রবিবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত (৯ জুলাই) মঙ্গলবার বিকেলে বিষপান করে ওই পরীক্ষার্থী।
মৃত চয়ন মাঝি লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া গ্রামের চঞ্চল মাঝির ছেলে এবং দিঘলিয়ার নবগঙ্গা ডিগ্রি কলেজের এ বছর এইচএসসি পরীক্ষার্থী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৯ জুলাই) সকালে চয়ন মাঝি বাড়ি থেকে কলেজে পরীক্ষা দিতে যায়। পরীক্ষা শেষে বিকেলে বাড়ি ফিরে সে বন মারা বিষপান করে। পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। ঢাকায় নিয়ে ৫ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার (১৪ জুলাই) ভোরে সে মারা যায়। তবে ওই পরীক্ষার্থী কী কারণে বিষপান করেছে তা তার পরিবার জানাতে রাজি হয়নি।
এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষপান করে এক পরীক্ষার্থী মৃত্যু হয়েছে বিষয়টি শুনেছি।
বিবার্তা/শরিফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]