সিলেটে প্রতিদিনই অবৈধভাবে সড়ক পথে কিংবা নৌপথে বিভিন্ন ভাবে প্রবেশ করছে ভারতীয় অবৈধ চিনি। অবৈধ চিনি আটক করতে মাঠে কাজ করছে প্রশাসন।
১১ জুলাই, বৃহস্পতিবার ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় চিনি ভর্তি ট্রাক আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ও শাহপরান থানা পুলিশ।
জানা যায়, শাহপরান থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ও শাহপরান থানা পুলিশ। অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকার ভারতীয় চিনিসহ ৭জনকে গ্রেফতার করা হয়।
শাহপরান থানার অফিসার ইনচার্জ বিবার্তাকে বলেন, রাতে আমরা অভিযান চালিয়ে ১টি ট্রাক আটক করি। এবং দুজনকে গ্রেফতার করি। প্রায় ৪০০ বস্তা চিনি ছিল আটককৃত ট্রাকে। যার বাজার মূল্য প্রায় ২৪ লক্ষ টাকা
মেট্রোপলিটন পুলিশের ডিসি ডিবি তাহিয়াত আহমেদ চৌধুরী বিবার্তাকে বলেন, ডিবির চৌকশ একটি টিম ও শাহপরান থানা পুলিশের পৃথক দুটি অভিযানে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকার চিনি সহ মোট ৭জনকে আটক করা হয়।
বিষয়টি বিবার্তাকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিবার্তা/লোকমান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]