
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম কাগুজীকে চিংড়ী মাছের গভীর রাত্রে ঘেরের মধ্যে উপুর্যপুরী কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। ঘটনাটি ঘটেছে জেলার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায়।
সাতক্ষীরার শ্যামনগর থানার সাব ইন্সপেক্টর-এসআই সরল কুমার বিশ্বাস জানান, ৫ জুলাই আনুমানিক রাত সোয়া বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যের কোন এক সময়ে মাছের ঘেরে নিজ বাড়ির সন্নিকটে খোলপেটুয়া গ্রামের মাছের ঘেরে অবস্থানকালে আবুল কাশেম কাগুজী (৪৫) কে উপুর্যপরি কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। কাশেম স্থানীয় মৃত নেছার আলী কাগুজীর ছেলে।
সন্ত্রাসীরা হত্যা নিশ্চিত করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ঘের কর্মচারীদের খবরে পরিবারের লোকজন ও পুলিশ সেখানে যায়। লাশ দ্বীপ ইউনিয়ন গাবুরা থেকে গ্রহণ করে সাতক্ষীরায় ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। পরিবারের পক্ষ থেকে এখনও কোন মামলা প্রদান করা হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি বলেও জানান পুলিশ কর্মকর্তা সরল বিশ্বাস।
কাশেম কাগুজির ছেলে আবু হুরাইরা জানান, কাশেম কাগুজীর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। গাবুরা এলাকাটি অত্যন্ত সন্ত্রাস প্রবণ জনপদ। এখানে জমিজমা সংক্রান্ত বিরোধ লেগেই থাকে। তার বাবা অত্যন্ত নিরীহ প্রকৃতির। এর আগে ২০১৮ সালে আমার বাবাকে হত্যার পরিকল্পনা করে কোনো রকম বুঝতে পেরে এলাকা ছাড়েন এবং বেচে যান,কিন্তু এবার শেষ রক্ষা হলো না আমার বাবার।তার বাবাকে যারা নৃশংস ভাবে হত্যা করেছে সেই সব এলাকার গডফাদার সহ সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন তিনি।
কৃষক লীগের শ্যামনগর উপজেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম খোকন বলেন, আবুল কাশেম কাগুজী কৃষক লীগের গাবুরা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক একই সাথে তার প্রতিবেশী। সংগঠন ও দলের নিবেদিত নেতা ছিলেন কাশেম। রাতের কোন এক সময়ে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে কাশেমকে। গাবুরার খোলপেটুয়া তথা ১ নম্বর ওয়ার্ড এলাকাটিকে অত্যন্ত সন্ত্রাস প্রবণ এলাকা বলে উল্লেখ করে তিনি অবিলম্বে খুনীদের গ্রেপ্তারের দাবি জানান।
বিবার্তা/সেলিম/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]