সাজেকে পানিতে তলিয়ে গেছে সড়ক, আটকা ৭০০ পর্যটক
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ১৫:২১
সাজেকে পানিতে তলিয়ে গেছে সড়ক, আটকা ৭০০ পর্যটক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাঙ্গামাটির বাঘাইছড়ি-বাঘাইহাট সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সাজেকে প্রায় ৭০০ পর্যটক আটকা পড়েছেন। এতে পর্যটকরা আতঙ্ক আছেন।


২ জুলাই, মঙ্গলবার সকালে সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মন এ তথ্য জানিয়েছেন।


তিনি জানান, সকালে বাঘাইছড়ি-বাঘাইহাট সড়ক পাহাড়ি ঢলে কারণে তলিয়ে গেছে। এতে সাজেকে ছোট-বড় মিলিয়ে ১২৫টি গাড়ির পর্যটক আটকা আছেন। সোমবার যে গাড়িগুলো সাজেকে এসেছে, সেসব গাড়ির সব পর্যটক এখনও সাজেকে অবস্থান করছেন। পানি যেভাবে বাড়ছে তাতে আজকে গাড়ি চলাচল সম্ভব হবে বলে মনে হয় না।’


অন্যদিকে সকাল থেকে খাগড়াছড়ি থেকেও কোনও গাড়ি সাজেকে প্রবেশ করেনি। এদিকে যারা আটকা পড়েছেন তাদের রুম ভাড়া লাগবে না বলে কটেজ মালিক সমিতি জানিয়েছে। শুধু পানির খরচ দিতে হবে।


বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার বলেন, ‘ভারী বর্ষণের কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় দুই হাজার পরিবার পানিবন্দি রয়েছে। উপজেলায় ৫৫টি আশ্রয়কেন্দ্র খোলা হলেও এখনও আশ্রয়কেন্দ্র খালি পড়ে আছে ।


তিনি আরও বলেন, পাহাড়ি ঢলে কাচাংল নদীর পানি বেড়ে যাওয়ায় সাজেকের আশাপাশ এলাকা প্লাবিত হওয়ায় সড়কে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে। যে কারণে সাজেক থেকে পর্যটকবাহী যানগুলো ছেড়ে যেতে পারেনি।


বিবার্তা/সানজিদা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com