
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে আব্দুস শামীম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
২৮ জুন, শুক্রবার রাত ২টায় নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আখিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটনা।
মৃত ব্যক্তি হলেন, কসবা ইউনিয়নের আখিলা গ্রামের মোহাম্মদ আলতাফ হোসেনের ছেলে আব্দুস শামীম।
স্থানীয়রা জানান, রাত ২টার দিকে ঘর থেকে বের হয়ে রেললাইনের পাশে হাঁটাহাঁটি করছিলেন আব্দুস শামীম। এ সময় রাজশাহী থেকে রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আমনুরা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নরেশ চন্দ্র বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]