
দিনব্যাপী সিলেটের বিভিন্ন জায়গায় বন্যার্ত মানুষের দুঃখ দুর্দশার চিত্র স্বচক্ষে দেখে এসে সিলেট সার্কিট হাউসে বর্ণনা দিচ্ছিলেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।
বুধবার (১৯ জুন) সিলেট সার্কিট হাউসে রাত সাড়ে ৮টায় দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে বন্যাকবলিত মানুষের কষ্টের বর্ণনা দেন তিনি।
সিলেটের কোম্পানীগঞ্জ, দক্ষিণ সুরমা, ওসামানী নগর ও সিটি করপোরেশন এলাকার বন্যা কবলিত মানুষের দুঃখ দুর্দশার চিত্র পর্যবেক্ষণ শেষে মো. মহিববুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সিলেটে ঘনঘন বন্যার যে সমস্যা এটি সমাধানের চেষ্টা করা হবে। মানুষের মধ্যে খাবার এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করা হবে। বাড়ানো হবে বরাদ্দ।
তবে বুধবার তাৎক্ষণিক বরাদ্দ হিসেবে সিলেট ও সুনামগঞ্জে ১ হাজার মেট্রিকটন চাল দেওয়া হয়েছে। নগদ ৪০ লাখ টাকা দিয়েছি। ১০ হাজার প্যাকেট শুকনো খাবার দিয়েছি। গোখাদ্য বাবদ ২০ লক্ষ টাকা ও শিশু খাদ্য বাবদ ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান, সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল ইসলাম, সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
এর আগে তিনি বুধবার (১৯ জুন) নগরীর মিরাবাজার কিশোরী মোহন বালক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ করেন তিনি। সিলেট নগরীর বন্যা পরিস্থিতি দেখে তাৎক্ষণিক নগদ ১০ লাখ টাকা, ১০০ মেট্রিক টন চাল ও ২ হাজার প্যাকেট শুকনো খাবার ত্রাণ সহায়তা প্রদান করেন প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।
বিবার্তা/লোকমান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]