
রাজশাহীর পুঠিয়ায় ১৭ দিন ধরে নিখোঁজ চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জিহাদ হোসেন (৯)। সে পুঠিয়া সদরের কাঁঠালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
গত ৩রা জুন নিখোঁজ হয় জিহাদ। সে পুঠিয়ার কাঁঠালবাড়িয়া গ্রামের ওসমান গনির ছেলে।
এ বিষয়ে ১৯ জুন, বুধবার পুঠিয়া থানায় জিডি করা হয়েছে।
ওসমান গনি জানান, গত ৩রা জুন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি জিহাদ। আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেছি। কিন্তু কোথাও তাকে পাইনি। আমরা তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, শিশু জিহাদের নিখোঁজের ব্যাপারে আজ বুধবার একটি জিডি করা হয়েছে। আমরা তার সন্ধান করছি।
বিবার্তা/সোহানুর/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]