নেত্রকোনায় বাস-অটোরিকশা সংঘর্ষে কিশোর নিহত
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ১৭:৩৪
নেত্রকোনায় বাস-অটোরিকশা সংঘর্ষে কিশোর নিহত
নেত্রকোনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নেত্রকোনার পূর্বধলায় বাস-অটোরিকশা সংঘর্ষে শাকিল মিয়া (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।


১৯ জুন, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-পূর্বধলা সড়কের মহিষবেড় দক্ষিণপাড়া বাইতুল হাই জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত শাকিল পূর্বধলা উপজেলার সালদিগা গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে।


এ ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ। তবে বাসের চালক পালিয়ে গেছেন।


পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পলাতক বাস চালককে ধরতে চেষ্টা চলছে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com