
জামালপুরের সরিষাবাড়িতে সাবেক স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত হয়েছে।
নিহত গৃহবধূর নাম কাঞ্চন সাথী। তিনি সরিষাবাড়ী উপজেলার ভাটারার মহিষাবাদুরীয়া গ্রামের কাশেম মিয়ার কন্যা।
১৯ জুন, বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) ফয়সাল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরিষাবাড়ী উপজেলার ভাটারা মহিষাবাদুরীয়া গ্রামের কাশেম মিয়ার মেয়ে কাঞ্চন সাথীর সাথে ১০ বছর আগে দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাসুদেবপুর উপজেলার রিপন সরকারের ছেলে সাইফুল ইসলাম সরলের বিয়ে হয়। দুই বছর আগে ছাড়াছাড়ি হয় সরল ও সাথীর।
ঈদ উল আজহার আগের দিন রবিবার (১৬ জুন) বিকালে সাথী ভাটারা বাজার থেকে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন। পথে তার সাবেক স্বামী সরল সাথী পথরোধ করে আবার নতুন করে সংসার করার জন্য চাপ দেয়। প্রস্তাবে রাজী না হওয়ায় পেটে ছুরিকাঘাত করে। আহত সাথীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ঘাতক পালিয়ে যায়। পরে স্বজন ও স্থানীয়রা প্রথমে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করে। পরে ময়মনসিংহ মেডিকেল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আজ বুধবার (১৯ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় সাথীর মৃত্যু হয়। এ ঘটনায় সাথীর চাচাতো ভাই খোরশেদ আলম বাদী হয়ে মামলা দায়ের করেছে।
ওসি আরও জানান, ঘটনার পর থেকেই ঘাতক স্বামী সরল পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
বিবার্তা/মনির/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]