
ইন্দুরকানীতে উপজেলা আওয়ামী লীগের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
১৯ জুন, বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের
নতুন কার্যালয় শুভ উদ্বোধন করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিম।
তিনি বলেন, আমার শক্তি আপনারই, আপনারা আমার পরিবার, আমি সবাইকে নিয়ে এক সাথে উপজেলায় উন্নয়নমূলক কাজ করতে চাই। আমি এই উপজেলায় নতুন। আমার বুঝতে তো সময় লাগবে, বিশ্বাস করতেও সময় লাগে, অবিশ্বাস করতেও সময় লাগে কিন্তু কাজের মধ্যেও ধীরে ধীরে বুজতেছি । আমি মনে করি আমার সঙ্গে যারা কাজ করছেন তারা সকলেই শেখ হাসিনার শক্তি। অতএব আমি এখানের আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে সকলকেই বলব এক জায়গায় থাকলে এক সাথে থাকেন, রাতে একজায়গায়-দিনে আরেক জায়গায় এটা ঠিক না। আপনার ভালে লাগে না আপনি সরে যাবেন। কিন্তু ভিতরে থেকে ভেজাল বাধাবেন না।
তিনি আরও বলেন, আমি সরকারের একজন প্রতিনিধি হিসেবে আমার মাঝে মধ্যে উপজেলায় সরকারের স্ট্রাকচার ও কিছু ম্যানুয়াল মানতে হয়। আমি উপজেলা নির্বাচনে দুই ভাইস চেয়ারম্যানকে সমর্থন দিয়েছিলাম। তারা হেরেছে তাতে কোনো সমস্যা নেই। উপজেলা চেয়ারম্যানকে সম্মান করবো, ইউনিয়ন চেয়ারম্যানকেও সম্মান করবো, তারা আমাদের সহযোগিতা না করলে আমাদের মত আমরাই চালাবো ।
এসময় বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ হাওলাদারের সভাপতিত্বে ও যুবলীগ সভাপতি আ. রাজ্জাক মাতুব্বরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পিরোজপুর সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান এস এম বায়জিদ হোসেন, উপজেলা আ. লীগের সাবেক সাধারণ সম্পাদক মৃধা মনিরুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাগা, দিলরুবা মিলন নাহার, সাবেক পত্তাশী ইউনিয়ন চেয়ারম্যান মোবারেক আলী হাওলাদার, জেপি নেতা কাওছার আহমেদ দুলাল, আ. লীগ নেতা আজিজ হাওলাদার, মিজানুর রহমান স্বপন, মো. ইয়াকুব আলী, যুবলীগ নেতা শাহিন গাজী, ছাত্রলীগ নেতা, ইস্রাফিল খান নেওয়াজ প্রমুখ।
বিবার্তা/শামীম/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]