গোপালগঞ্জে বন্ধুদের বিরুদ্ধে স্কুলছাত্রকে হত্যার অভিযোগ
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ১৬:০৭
গোপালগঞ্জে বন্ধুদের বিরুদ্ধে স্কুলছাত্রকে হত্যার অভিযোগ
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জের কাশিয়ানীতে বন্ধুদের বিরুদ্ধে আপন শেখ (১৫) নামে এক স্কুলছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। সে কাশিয়ানীর বাঘঝাপা গ্রামের তুহিন শেথের ছেলে এবং কাশিয়ানী পাইলট হাইস্কুলের ৯ম শ্রেণির ছাত্র। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৪ বন্ধুকে আটক করেছে।


মঙ্গলবার (১৮ জুন) রাত ৮টার দিকে আপন শেখকে তার বন্ধুরা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সেখানে তারা রেলব্রিজের উপর বসে গল্প করে। কিছুক্ষণ পরে তার দুই বন্ধু ব্রিজের নীচ থেকে আহত অবস্থায় উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপন শেখের বাবা তুহিন শেখ ও চাচা শাহিন শেখ বলেছেন, বাড়ি থেকে আপনের বন্ধুরা ডেকে নিয়ে গেছে। তারা একসাথে গেম খেলে এবং পরে পরিকল্পিতভাবে আপনকে তার বন্ধুরা হত্যা করেছে। তারা হত্যাকারীদের বিচার দাবি করেন।


কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, মৃতের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/সঞ্জয়/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com