রামুতে দম্পতিকে জবাই করে হত্যা
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ১৪:১৩
রামুতে দম্পতিকে জবাই করে হত্যা
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের রামুর দুর্গম জনপদ ঈদগড় ইউনিয়নেএক দম্পতিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৯ জুন) রাত আনুমানিক আড়াইটার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উপরেরখিল এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত দম্পতি হলেন- রুবিনা আকতার (১৮) ও নুর মোহাম্মদ (১৯)। রুবিনা আকতার বাইশারি ইউনিয়নের ধুইল্যাজিরি এলাকার বাসিন্দা কামাল হোছেন ও ঈদগড় ইউনিয়নের উপরেরখিল এলাকার আমেনা খাতুনের মেয়ে। নুর মোহাম্মদ চট্টগ্রামের রাউজানের বাসিন্দা।


২০ জুন, বুধবার রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইমন কান্তি চৌধুরী হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।


তিনি বলেন, গভীর রাতে বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে স্বামী ও স্ত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা এখনই বলা যাচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।


ঈদগড় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল আমিন জানান, ঘটনার খবর পাওয়ার পর তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। তবে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে সেটি এখনো জানি না। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।


ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো জানান, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সঠিক বলা যাচ্ছে না। তিনি দোষীদের দ্রুত সময়ে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়ে বলেন, রহস্য উদ্‌ঘাটনে ইউনিয়ন পরিষদ সবসময় প্রশাসনকে সহযোগিতা করবে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com