
বাঁশখালীতে বজ্রপাতে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) রাত সাড়ে ১২টার দিকে বাহারছড়া ইউনিয়নের মাইজপাড়া ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. সজীব উদ্দিন (২১) বাহারছড়া ইউনিয়নের মো. ফজল কাদেরের ৪র্থ পুত্র। সে আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
ঈদের ছুটিতে বাড়িতে এসেছিল।
জানা যায়, রাতে বৃষ্টির পর বাড়িতে ফেরার সময় বজ্রপাতে আহত হয় সজীব। এসময় তার পরনের পোশাক পুড়ে যায়। তাকে উদ্ধার করে গুণাগরি মা ও শিশু জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]