
সাভারে বিসিক শিল্প নগরীর ট্যানারি কারখানাগুলোতে কোরবানির ঈদের পশুর চামড়া নিয়ে ব্যস্ত ট্যানারি শ্রমিকরা।
ঈদের দিন বিকেল থেকে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বিসিক শিল্প নগরীর বিভিন্ন ট্যানারি কারখানাতে রাজধানীর আশেপাশে থেকে কোরবানির পশুর চামড়া আসা শুরু হয়। ট্যানারির শ্রমিকরা কাঁচা চামড়াগুলো সংগ্রহ করে লবণ দিয়ে রাখছেন। কাঁচা চামড়ায় লবণ লাগাতে ব্যস্ততা বেড়েছে ট্যানারি শ্রমিকদের মাঝে।
এবারের কোরবানির ঈদে এক কোটি দশ লক্ষ কাঁচা চামড়া সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন ট্যানারি কারখানার মালিকরা। কারখানা কর্তৃপক্ষরা গরু ও মহিষ এর পশুর চামড়া প্রতিপিচ সাত’শ থেকে আট’শ টাকা দরে কিনছেন।
এছাড়াও ট্যানারির পাশে বিভিন্ন ভাসমান দোকানে ব্যবসায়ীরা অধিক লাভের আশায় পশুর চামড়া কিনে লবণ দিয়ে মজুদ করে রাখছেন বেশী দাম পাওয়ার আশায়। ভালো দাম পেলে তারা এসব মজুদ রাখা পশুর চামড়া পর্যায় ক্রমে বিক্রি করে দিবেন কারখানা মালিকদের কাছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর মোট ১ কোটি ৭ লক্ষ পশু কোরবানির লক্ষ্যমাত্রার কথা মাথায় রেখে চামড়া সংরক্ষণে পর্যাপ্ত প্রস্তুতি নেয়া হয়েছে ট্যানারিতে।
পরিবেশ রক্ষায় সাভারে চামড়া শিল্প নগরীতে হাইকোর্টের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনে কোনো পদক্ষেপ দেখা যায়নি। এদিকে ট্যানারির বিভিন্ন রাস্তায় কাঁচা চামড়ার পানি জলাবন্ধতা দেখা গেছে।
এছাড়া চামড়ার বর্জ্য সরাসরি ধলেশ্বরী নদীর পাড়ে ফেলা হচ্ছে। যার ফলে ট্যানারির আশেপাশে চরম দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। মানুষজন দুর্গন্ধে বাড়ি ঘরে টিকতে পারছে না। পরিবেশের ভারসাম্য রক্ষায় ট্যানারি কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ চোখে পড়েনি।
বিবার্তা/শরীফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]