ঈদের দ্বিতীয় দিনে উত্তর সিটিতে ৪ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ
প্রকাশ : ১৮ জুন ২০২৪, ২২:৫৬
ঈদের দ্বিতীয় দিনে উত্তর সিটিতে ৪ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবারও অনেকে কোরবানি দিয়েছেন। এ দিন দেয়া কোরবানির শতভাগ বর্জ্য অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।


১৮ জুন, মঙ্গলবার বিকেলে জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এ তথ্য জানিয়েছেন৷


তিনি জানান, ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার (১৮ জুন) ঈদের দ্বিতীয় দিন বিকেল ৫টা পর্যন্ত ৯২৭ ট্রিপে মোট ৪০০৯ (চার হাজার নয়) মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে।


এর আগে গতকাল ঈদের দিন দুপুর ২টায় বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে রাত ৮টা পর্যন্ত নির্ধারিত ৬ ঘণ্টায় সবগুলো ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন করেছে ডিএনসিসি।


ডিএনসিসির সবগুলো ওয়ার্ড থেকে ঈদের দিন রাত ৮টা পর্যন্ত ২ হাজার ১০১ ট্রিপে প্রায় ১০ হাজার ৩৭৪ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com