
রাজধানীর দোলাইপাড়ে বাসার ছাদে খেলার সময় ছয়তলার ছাদ থেকে পড়ে মোহাম্মদ রাহাদ শেখ (৬ বছর) এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ জুন) রাত ১০ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১ টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুটির বাবা মোহাম্মদ রনি শেখ জানান, রাতে আমার ছেলে বাসার ছাদে খেলাধুলা করছিল। তখন অসাবধানতাবশত সে নিচে পড়ে যায়। পরে আমরা দ্রুত তাকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক ওকে মৃত বলে জানান।
তিনি আরও বলেন, আমাদের বাসা পূর্ব দোলাইপাড়ে কবরস্থান রোডের ২১৯ নম্বর।
শিশুটি বাসার পাঁচ তলায় মা বাবার সাথে থাকত।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য( ঢামেক)জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকেজানানোহয়েছে।
বিবার্তা/বুলবুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]