
ঈদের রাতে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেট কারের আরও তিনজন আরোহী।
সোমবার (১৭ জুন) দিবাগত রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগতির প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুই বন্ধু রাসেল ও রাব্বি। আহতদেরকে উদ্ধার করে তৎক্ষণাৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কাফরুল থানার এসআই জহুরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাইভেট কারটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান। এছাড়া আহত হন আরও তিনজন আরোহী। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দুই বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যুতে তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। জানা গেছে, নিহত রাসেল একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। নিহত আরেক বন্ধু রাব্বী ব্যবসা করতেন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]