
দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। দিনাজপুরের খানসামা উপজেলার ঐতিহ্যবাহী পাকেরহাটে শেষ মুহূর্তে জমে উঠেছে কুরবানির পশুর হাট।
সকাল থেকে বৈরী আবহাওয়ার মধ্যেই চলছে পছন্দের পশু কেনা-বেচা। গরু কিনতে আসা ক্রেতারা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবার গরুর দাম একটু বেশি। বিক্রেতারা দাম ছাড়তে চাইছেন না।
তবে বিক্রেতাদের দাবি, গো-খাদ্যের দাম বাড়ার কারণে পশু পালনে খরচ বেড়েছে। যার ফলে বেশি দাম হাঁকাচ্ছেন তারা।
শনিবার (১৫জুন) সকাল থেকেই এই পশুর হাটে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাটে বাড়তে থাকে পশু সরবরাহ। হাটে বিভিন্ন জাতের গরুর পাশাপাশি ছাগলও বিক্রি হচ্ছে। হাটে বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি সাইজের গরুর প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা।
এদিকে পশুরহাট কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে প্রতি শনি ও মঙ্গলবার পাকেরহাটে পশুর হাট বসে। ঈদের আগে এটি শেষ পশুর হাট হওয়ায় এদিন ভোর থেকে বিভিন্ন অঞ্চলের লোকেরা তাদের পশু নিয়ে আসতে শুরু করে।
কুরবানির গরু কিনতে আসা শামীম হাসান বলেন, প্রতি ঈদেই এই হাট থেকে গরু ক্রয় করি। তবে কয়েকবছরের থেকে এ বছর গরুর দাম অনেক চড়া। কাজেই চড়া মূল্যেই গরু ক্রয় করতে হলো।
গরু কিনতে আসা জামিয়ার রহমান জানান, পশু যথেষ্ট সরবরাহ রয়েছে। তবে দাম বিগত সময়ের থেকে অনেক বেশি বলে জানান তিনি।
গরু বিক্রেতা মাজহার ইসলাম বলেন, সারাবছর লালনপালন করে প্রতি কুরবানিতে একটি করে গরু বিক্রি করি। পশুর খাদ্যের দাম বাড়ায় মনে হচ্ছে এ বছর সেরকম লাভ হবে না।
আংগারপাড়া ইউপি চেয়ারম্যান ও হাট কমিটির সভাপতি গোলাম মোস্তফা আহমেদ শাহ বলেন, হাটে পশু সরবরাহ ভালো। ক্রেতা ও বিক্রেতারা তাদের পছন্দের পশু বেচা-কেনা করছেন। হাটে প্রায় ৫০ জন ভলান্টিয়ার কাজ করছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশের একটি টিম সর্বদা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তাজউদ্দিন বলেন, উপজেলার একমাত্র পশুর হাট হিসেবে পাকেরহাট বাজার অত্যন্ত জনপ্রিয়। হাটের পশুদের যত্নে উপজেলা প্রাণিসম্পদ অফিসের তদারকি অব্যাহত রয়েছে। হাটের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হবে এবারের ঈদ এই প্রত্যাশা করি।
বিবার্তা/জামান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]