
পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার চাঞ্চল্যকর চা বিক্রেতা ফারুক ভূঁইয়া (৬০) হত্যা মামলার প্রধান দুই জন আসামিকে গ্রেফতার করেছে র্যার ৮। গ্রেফতারকৃত আসামীরা হলেন জেলার মঠবাড়িয়া উপজেলার চরকগাছিয়া গ্রামের এমাদুল হাওলাদারের ছেলে শাওন হাওলাদার (২৫) ও একই এলাকার মো. বাদলের ছেলে মো. শাহিন।
১৫ জুন, শনিবার দুপুরে র্যাব ৮ বরিশাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব ৮ এর বরিশাল সদর কোম্পানি দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে আসামিদের অবস্থান শনাক্ত করে।
পরে আজ যৌথ অভিযান পরিচালনা করে বরগুনা জেলার তালতলীর অঙ্কুজানপাড়া থেকে মামলার এজাহার নামীয় প্রধান আসামি মো. শাওন হাওলাদার ও নিশানবাড়ীয়া এলাকা থেকে মামলার অপর আসামি মো. শাহিনকে আটক করে। গ্রেফতারকৃত আসামিদের পরে জেলার মঠবাড়িয়া থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ৩১ মে ২০২৪ জেলার মঠবাড়িয়ায় বাকীতে সিগারেট না দেওয়ায় উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া আশ্রয়ণ প্রকল্পের মো. ফারুক ভূইয়া নামের এক ব্যবসায়ীর উপর হামলা করে সন্ত্রাসীর। হামলার স্বীকার হয়ে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. ফারুক ভূইয়া বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জুন মারা যান। নিহত ফারুক ভূইয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া আশ্রয়ণ প্রকল্প এলাকার মৃত নুরু ভূইয়ার পুত্র।
মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামানকে জানান, এ ঘটনায় নিহত ফারুকের স্ত্রী রিজিয়া বেগম (৫২) বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন করেন। মামলাটি বর্তমানে হত্যা মামলা হিসেবে তদন্ত চলমান রয়েছে।
বিবার্তা/তাওহিদুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]