
রাজধানীর মহাখালী বাস টার্মিনালে দুই বাসের চাপায় হাদিউল ইসলাম সেলিম (৬১) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পেশায় তিনি কাউন্টারের টিকিট মাস্টার ছিলেন।
১৫ জুন, শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে মহাখালী বাস টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সূত্রধর জানান, আজ ভোরের দিকে ওই ব্যক্তি বাস টার্মিনালে কাউন্টারের দায়িত্বে ছিলেন। তখন তিনি টার্মিনালের ভিতরে যাওয়ার পথে শৌখিন পরিবহন নামের একটি বাস বের হচ্ছিলো তার পাশে বিনিময় পরিবহনের আরেকটি বাস দাঁড়ানো ছিল। তখন ওই টিকেট কাউন্টারের স্টাফ দুই বাসের চাপায় পড়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল মহাখালী বাস টার্মিনাল থেকে তার মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পর শৌখিন পরিবহনের ওই বাসটি জব্দ করা হয়েছে, চালক পালিয় যায়।
নিহতের সহকর্মী বাদশাহ মিয়া বলেন, মৃত হাদিউল ইসলাম সেলিমের বাড়ি মাগুরা জেলা সদর উপজেলার ইসখাদা গ্রাম। তার পিতা মৃত সামিউল হক। বর্তমানে গাজীপুরের শ্রীপুরে থাকতেন তিনি।
বিবার্তা/বুলবুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]