কিশোরগঞ্জে স্কুলের পুকুর থেকে নৈশপ্রহরীর মৃতদেহ উদ্ধার
প্রকাশ : ১০ জুন ২০২৪, ১৫:৫০
কিশোরগঞ্জে স্কুলের পুকুর থেকে নৈশপ্রহরীর মৃতদেহ উদ্ধার
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কিশোরগঞ্জ শহরের স্কুলের পুকুর থেকে এক নৈশপ্রহরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।


১০ জুন, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের নগুয়া হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।


কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনোতোষ বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।


উদ্ধার মৃতদেহটি সদর উপজেলা মহিনন্দন ইউনিয়ন গাংগাইল এলাকার আহাম্মদের ছেলে বাচ্চু মিয়ার (৫৫)। শহরের গৌরাঙ্গ বাজারে নৈশপ্রহরীর কাজ করতেন তিনি। হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশেই দুই মেয়ে এক ছেলে নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।


কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনোতোষ বিশ্বাস জানান, আমরা ১২টার দিকে খবর পাই যে, শহরের নগুয়া হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পুকুরে এক মৃতদেহ ভেসে রয়েছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে মৃতদেহটি পুকুর থেকে উদ্ধার করি। পরে জানতে পারি উদ্ধার মৃতদেহটি সদর উপজেলা মহিনন্দন ইউনিয়ন গাংগাইল এলাকার বাচ্চু মিয়ার। তিনি স্কুলের পাশেই ভাড়া বাসায় থাকতেন। পরিবারের লোকজন জানায় তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শরীরে জ্বালাপোড়ার কারণে তিনি বেশি পানি ব্যবহার করতেন। হয়তো শরীরে পানি দেওয়ার জন্য তিনি স্কুলের পুকুরে এসেছিলেন।


অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, বাচ্চু মিয়া গত ৮ তারিখ রাত থেকে নিখোঁজ ছিলেন। মৃতদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com