বোয়ালমারীতে হোমিও ডাক্তাদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন
প্রকাশ : ১০ জুন ২০২৪, ১৫:২১
বোয়ালমারীতে হোমিও ডাক্তাদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা কাউন্সিলের চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি এবং বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) এর সাবেক সভাপতি ডা. দিলীপ কুমার রায়ের বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।


১০ জুন, সোমবার দুপুরে বোয়ালমারী চৌরাস্তায় উপজেলার সর্বস্তরের হোমিওপ্যাথিক চিকিৎসকদের ব্যানারে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি ডা. আবু মুসা খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. প্রণয় কান্তি লস্কর, বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল মেডিকেল সেন্টার বোয়ালমারী পৌরসভা কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মিহির কান্তি পাল, ডা. দিলীপ কুমার রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডা. চঞ্চল কুমার বিশ্বাস, ডা. দিনেশ কুমার রায়, ডা. পলাশ কুমার প্রামাণিক, ডা. রেজাউল করিম, বোয়ালমারী হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশনের সহসভাপতি ডা. সমির কুমার বালা, বাংলাদেশ হোমিওপ্যাথি গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. এস বসু ও হোমিওপ্যাথি গবেষণা পরিষদের ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক ডা. মো. ফারুক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।


সমাবেশে বক্তারা বলেন, ডা. দিলীপ কুমার রায় একজন সৎ ও আদর্শবান মানুষ। তার অবৈধ বা অদৃশ্যমান কোনো সম্পদ নেই। সারা জীবন তিনি সৎ উপায়ে এবং বৈধ পন্থায় যে অর্থ-সম্পদ অর্জন করেছেন তা সমাজ ও আর্তমানবতার সেবায় ব্যয় করছেন।


একটি অসাধু গোষ্ঠী সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে ডা. দিলীপ কুমার রায়ের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা ডা. দিলীপ রায়কে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করে সাংগঠনিক ফায়দা হাসিল করতে চায়। কিন্তু তাদের এ চক্রান্ত কোনো দিনই সফল হবে না।


এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, আমরা হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ সবসময় ডা. দিলীপ রায়ের পাশে আছি।


বিবার্তা/মিলু/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com